৩.৯ প্রাবল্যের মৃদু ভূমিকম্প মেঘালয়ে, ক্ষয়ক্ষতি নেই

শিলং, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ফের ভূমিকম্প উত্তরপূর্বে। মণিপুর, অসম এবং সিকিমের পর এবার কেঁপে উঠেছে মেঘালয়। আজ বৃহস্পতিবার সকাল ৯-টা ২৬ মিনিট ২৯ সেকেন্ডে কেঁপে উঠেছে শিলং সহ রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার বিভিন্ন এলাকা। আজ সকালে সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.৯ ধরা পড়েছে। তবে ভূমিকম্পের ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) একটি ফটো পোস্ট করে তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে বিস্তারিত তথ্য দিয়ে জানিয়েছে, আজ ১৬ ফেব্রুয়ারি সকাল ০৯:২৬:২৯-এ মেঘালয়ের পূর্ব খাসিপাহাড়ে রিখটার স্ক্যালে ৩.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল পূর্ব খাসিপাহাড় জেলার ভূগৰ্ভের ৪৬ কিলোমিটার গভীরে ২৫.৩০ উত্তর অক্ষাংশ এবং ৯১.৭১ দ্রাঘিমাংশে।

প্ৰসঙ্গত, এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৫৭ মিনিট ২৭ সেকেন্ডে ৩.২ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে মধ্য অসমের হোজাই শহর। ওইদিনই সিকিমের ইউকসোম শহরে ভোর ৪-টা ১৫ মিনিট ৪ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। অন্যদিকে গত ১২ ফেব্রুয়ারি বিকাল ৬-টা ১৮ মিনিট ১৭ সেকেন্ডে মধ্য অসমের নগাঁও জেলায় রিখটার স্ক্যালে ৪.০ প্রাবল্যের ভূমিকম্প হয়েছিল।

উল্লেখ্য, গত কয়েক বছরে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ক্রমাগত ভূমিকম্প হচ্ছে। অসম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুরে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে। উত্তরপূর্বে ঘন ঘন ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বিজ্ঞানীরা বলছেন, সিসমিক জোন ৫-এ অবস্থিত হওয়ায় উত্তর-পূর্বাঞ্চলে প্রায়ই ছোটখাটো কম্পন অনুভূত হয় এবং হবে। এতে অস্বাভাবিক এবং আতঙ্কিত হওয়ার তেমন কারণ নেই। তাঁদের কথায়, ভারতীয় প্ল্যাট প্রতি বছর উত্তর-উত্তরপূর্ব দিকে ৫ সেন্টিমিটার করে সরে। এতে ঘর্ষণ হয়। ফলে ভূমিকম্প অনুভূত হচ্ছে। বলা হচ্ছে, অরুণাচল প্রদেশের উত্তর দিকে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় বেশি ভূমিকম্প হয়। তেমনি মণিপুর ও মিজোরামের পূর্ব দিকে মায়ানমার অঞ্চলে ক্রমাগত ঘর্ষণে ভূমিকম্প হয়ে থাকে। তার প্রভাবে ওই দুই রাজ্যেও ঘন ঘন ভূকম্প অনুভূত হচ্ছে।