ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভোট কর্মী সহ নিরাপত্তা বাহিনী

আগরতলা,১৫ ফেব্রুয়ারি (হি.স. ) : ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। বুধবার সকালে থেকেই দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা সহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আধা সামরিক বাহিনীর যার যার ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন।শান্তি পূর্ণ নির্বাচন সংগঠিত করতে জোরদার করা হয়েছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা।গোটা রাজ্যে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী।

এদিন ভোটকর্মীরা পশ্চিম জেলার বিভিন্ন কেন্দ্রের জন্য আগরতলা উমাকান্ত একাডেমি স্কুল চত্ত্বর থেকে ইভিএম সহ বিভিন্ন সামগ্রী নিয়ে রওনা হয়েছেন ভোট কেন্দ্রের উদ্দ্যেশে।পাঁচজন ভোট কর্মী সহ নিরাপত্তা কর্মীরা গন্তব্যেস্থলের উদ্দ্যেশে রওনা দিয়েছে।কাল সকাল ৭ টা থেকে শুরু হবে ভোট গ্রহণ বলে জানিয়েছেন রিটানিং অফিসার অরুপ দেব।

সাথে তিনি আরো জানিয়েছেন,প্রতিটি কেন্দ্রেই রয়েছে দুটি করে মডেল ভোট সেন্টার।সেগুলি পরিচালনা করার দায়িত্বে থাকবেন মহিলা ভোট কর্মীরা।ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর ইভিএম মেশিন নিয়ে পুনরায় উমাকান্ত স্কুল এসে জমা দেবেন বলে জানান রিটানিং অফিসার। সার্বিক ভাবে পরিস্থিতি শান্তি পূর্ণ রয়েছে বলে জানান তিনি।
রাজ্যে ৩,৩৩৭টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে তার সবকটিতেই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা থাকবে। এর জন্য রাজ্যে আনা হয়েছে ৪০০ কোম্পানি নিরাপত্তা বাহিনী বলে জানান নির্বাচন কমিশন।সিআরপিএফ ,বিএসএফ ,এস এস বি ,আইটিবিটি সহ ৬টি বাহিনী জওয়ানদের রাখা হবে ভোট কেন্দ্রের পাহারায়।ভোট কেন্দ্রের বাইরে মোতায়েন থাকবে টি এস আর ,অসম ,গুজরাত ,মহারাষ্ট্র ও সিকিম পুলিশ বলে জানান কমিশন। যে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছতে ৩০ মিনিটের বেশি সময় লাগে সেখানে দ্বিগুণ বাহিনী মোতায়েন করা হবে। সীমান্তবর্তী এবং নিরাপত্তার দিক দিয়ে স্পর্শকাতর এলাকাগুলিতেও দ্বিগুণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে বলেন জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন।
নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ ও আধা সামরিক বাহিনী নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শান্তি পূর্ণ নির্বাচন সংগঠিত করতে সমস্ত ধরণের ব্যবস্থাপনা হাতে নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন।