জেপি নাড্ডার হাতে প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তাহার ‘এমপাওয়ারমেন্ট মেঘালয়’, আলোচনার মাধ্যমে সীমা-সমস্যা সমাধানের প্রতিশ্রুতি

শিলং, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : ‘এমপাওয়ারমেন্ট মেঘালয়’ শীর্ষক বিজেপির নির্বাচনী ইস্তাহার প্ৰকাশ কৰেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগতপ্রকাশ নাড্ডা। আলোচনার মাধ্যমে আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তাহারে।

আজ বুধবার রাজধানী শিলঙে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, মেঘালয়ের উন্নয়নে বিজেপি বদ্ধপরিকর। ইস্তাহারে প্রদত্ত প্রতিশ্রুতিগুলি তুলে ধরে নাড্ডা বলেন, অসম এবং মেঘালয়, উভয় সরকার আলোচনার মাধ্যমে চলমান আন্তঃরাজ্য সীমান্ত বিরোধ সমাধানের জন্য যাবতীয় প্রচেষ্টা করবে।

জেপি নাড্ডা বলেন, এই রাজ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। কিন্তু এগুলোর সদ্ব্যবহার করা হয়নি। ‘শক্তিশালী মেঘালয় গড়তে পারে কেবলমাত্র শক্তিশালী বিজেপিই,’ বলেন তিনি। ইস্তাহারে প্রদত্ত প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মেঘালয়ের জনতার মুড বলছে, এবার বিজেপিই সরকার গঠন করবে। আমি কথা দিচ্ছি, বিজেপি ক্ষমতায় আসলে আমরা মেঘালয়ে সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করব। প্রবীণ নাগরিকদের পেনশন দ্বিগুণ করব আমরা।’ এছাড়া রাজ্যে দুর্নীতি সংক্রান্ত মামলাগুলির তদন্ত করতে একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন জেপি নাড্ডা।

জগতপ্রকাশ বলেন, বিজেপি সরকার শিক্ষার উপর সর্বোচ্চ জোর দেয়। তাই শিক্ষাক্ষেত্রের উন্নয়নে কাজ করবে বিজেপি সরকার। এছাড়া সরকার যুবকদের দক্ষতা বিকাশের পাশাপাশি রাজ্যে যুবকেন্দ্রিক প্রকল্প চালু করার পরিকল্পনা করেছে। মেঘালয়ে অবৈধ খনন রোধ এবং বৈজ্ঞানিক খনির জন্য টাস্কফোর্স গঠনেরও ঘোষণা করেছেন জেপি নাড্ডা। নির্বাচনী ইস্তাহারে মেঘালয়ে সরকারি চাকরিতে মহিলাদের জন্য প্রায় ৩৩ শতাংশ সংরক্ষণের কথাও উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। বলেন, মেধাবী ছাত্রদের বিনামূল্যে স্কুটি এবং কিন্ডারগার্টেন থেকে স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে।