রতলাম, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের রতলাম জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারল একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, এছাড়াও ১৭ জন আহত হয়েছেন। বুধবার সকালে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে বাসটি। বুধবার সকাল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে জাওড়া-লেবাড সড়কের ওপর বিলপাঙ্ক থানার অন্তর্গত সারওয়ার জামুনিয়া গ্রামের কাছে।
ও পি সিং নামে এক পুলিশ কর্তা জানিয়েছেন, রাজস্থান রোডওয়েজের বাসটি মহারাষ্ট্রের পুনে থেকে ভিলওয়ারা (রাজস্থান) যাওয়ার পথে রাস্তার ধারে দাঁড়ানো স্থির ট্রাকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের ও আহত হয়েছেন ১৭ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

