ফের খারিজ পার্থর জামিনের আর্জি

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : নিয়োগ দুর্নীতিতে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জড়িত থাকার সম্ভাবনা রয়েছে, সে কথা এ বার আদালতও স্পষ্ট করে জানিয়ে দিল। তাঁর জামিনের আর্জিও খারিজ করেছেন নগর দায়রা আদালত।

পাশাপাশিই এই নির্দেশ দিয়ে বিচারক বলেছেন, পার্থ যে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, সে বিষয়ে কোনও সন্দেহই নেই। ফলে তিনি যে মুক্তি পেয়ে বাইরে বেরিয়ে তথ্য প্রমাণ হেরফের করার চেষ্টা করবেন না তা-ও নিশ্চিত করে বলা যায় না। যে তথ্য প্রমাণ হাতে এসেছে তা যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে নিয়োগ দুর্নীতি পার্থের জড়িত থাকার প্রভূত সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার নগরদায়রা আদালতে পার্থবাবুর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলাটির শুনানি ছিল। নিয়োগ দুর্নীতিতে অর্থ তছরূপের বিষয় নিয়েই এই মামলা। যার জেরে গত জুলাইয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৎকালীন শিল্পমন্ত্রী পার্থবাবুকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছিলেন ইডির আধিকারিক। পার্থ ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়িতে দু’দফায় তল্লাশি চালিয়ে পাওয়া যায় প্রায় বিপুল অর্থ। ওই টাকার পাহাড়ে শিক্ষা দফতরের খামও পেয়েছিলেন ইডির কর্তারা।

পার্থবাবুর বিরুদ্ধে চলা গত ছ’মাসের তদন্ত এবং তা থেকে উদ্ধার হওয়া তথ্য-প্রমাণের কথা উল্লেখ করে মঙ্গলবার বিচারক বলেছেন, ‘‘এই তথ্য প্রমাণ দেখার পর আমি অভিযুক্ত(পার্থ চট্টোপাধ্যায়) কে জামিন দেওয়ার পক্ষপাতি নই।’’ নগর দায়রা আদালতের পার্থের জামিন খারিজ করে যে রায় দিয়েছেন, তাতে স্পষ্ট বলা হয়েছে— ‘‘গত ছ’মাসে যা তথ্য প্রমাণ হাতে এসেছে, তা থেকে এটা বিশ্বাস করতে কোনও অসুবিধা হয় না যে পার্থের এই দুর্নীতি এবং আর্থিক তছরূপে জড়িত থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। এ ব্যাপারেও কোনও দ্বিমত নেই যে, তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত অত্যন্ত প্রভাবশালীদের মধ্যে অন্যতম। আর তাঁর তদন্তকে প্রভাবিত করার সম্ভাবনা বা তথ্য প্রমাণ হের ফের করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই তিনি যে জামিনের আবেদন করেছিলেন তা খারিজ করে দেওয়া হল।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *