আহমেদাবাদ, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): ভারতকে জ্ঞান অর্থনীতিতে রূপান্তরিত করতে যুব সমাজের কাছে অবদান রাখার আহ্বান জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। মঙ্গলবার গুজরাটের প্রানশালায় স্বামী ধর্মবন্ধুজি, বৈদিক মিশন ট্রাস্ট আয়োজিত ‘রাষ্ট্র কথা শিবির’-এ ভাষণ দেন মনোজ সিনহা।
সেখানে তিনি বলেছেন, বাস্তব অভিজ্ঞতা ছাড়া শিক্ষার কোনও উদ্দেশ্য নেই। আমাদের অবশ্যই মহাত্মা গান্ধীর শিক্ষা গ্রহণ করতে হবে এবং অভিজ্ঞতামূলক শিক্ষার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আমাদের এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমাদের তরুণদের নতুন আবিষ্কার, নতুন উদ্ভাবনের জন্য উৎসাহিত করা হয়। সমাজে পরিবর্তন আনতে অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন মনোজ সিনহা।