BRAKING NEWS

(আপডেট) ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত ৩৬ হাজারের বেশি

আঙ্কারা,  ১৩ ফেব্রুয়ারি (হি.স.):   ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। সোমবার তুরস্কের জরুরি সমন্বয় কেন্দ্র জানিয়েছে, সেদেশে নিহত বেড়ে ৩১ হাজার ৬৪৩ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে সিরিয়ায় নিহত হয়েছেন অন্তত চার হাজার ৫৭৪ জন।
স্যালভেশন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে তিন হাজার ১৬০ জন নিহত হয়েছেন।সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে নিহত হয়েছেন এক হাজার ৪১৪ জন।
রাষ্ট্রসংঘ বলছে, ভূমিকম্পে সিরিয়ায় ৫৩ লাখ লোক সিরিয়ায় ঘরছাড়া হতে পারেন। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ লোকের জন্য খাদ্যের প্রয়োজন।  
সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত অঞ্চল থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে সাহায্য যাওয়ার পথে আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।  
 
মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তুরস্ক থেকে অন্যান্য সীমান্ত ব্যবহার করে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে সাহায্য পাঠানো হয়।
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবক সংগঠন হোয়াইট হেলমেটস। দীর্ঘ দিন ধরে চলা যুদ্ধের কারণে ত্রাণ কার্যক্রম জটিল হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *