কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট সম্পন্ন করার জন্য সর্বদল বৈঠকের আহ্বান করেছেন। এ সম্পর্কে অভিষেকের নাম না করে মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট৷ ইতিমধ্যে রাজ্যের জেলায় জেলায় সামনে আসছে নেতাদের গরম গরম ভাষণ৷ হুঙ্কার, পাল্টা হুঙ্কারে তেতে উঠছে বাংলার রণাঙ্গন৷ স্বাভাবিকভাবে, আবার রক্ত ঝরার আশঙ্কা তৈরি হচ্ছে৷ কারণ, রক্তপাতহীন ভোট বাংলা শেষ কবে দেখেছে মনে করতে পারছেন না তাবড় রাজনীতিকরাও৷ এমন আবহে কোন পথে শান্তিতে পঞ্চায়েত ভোট সম্ভব সেটা জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷
বস্তুত, ইতিমধ্যে সর্বদল বৈঠকের আহ্বান জানিয়েছেন অভিষেক৷ সেই প্রসঙ্গ টেনেই নাম না করে অভিষেক এবং মমতার উদ্দেশ্যে দিলীপবাবুর বার্তা। সোমবার দিলীপবাবু কলকাতায় সাংবাদিকদের বলেন, ‘আগে নিজের পার্টির ডাকাতগুলোকে ঠিক করুক। পুলিসকে নিরপেক্ষ ভাবে কাজ করতে দিক। তাহলেই সব শান্তিতে হবে।’

