নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ সোমবার থেকে সমস্ত ধরনের বাইক র্যালী নিষিদ্ধ করেছে কমিশন৷ কোন ধরনের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়৷ অথচ এরই মধ্যে এদিন লেফুঙ্গা সুকল মাঠ থেকে বাইক রা্যলী করল ২ মোহনপুর বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথা দলের মনোনীত প্রার্থী তাপস দে৷ বাইক র্যালীর শুরুর আগে তিনি অভিযোগ করেন মোহনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বাইক র্যালীর অনুমতি প্রদান করা হয়৷ রবিবার আচমকা সেই বাইক র্যালীর অনুমতি প্রত্যাহার করা হয়৷ এই নিয়ে এ আর ও-র সঙ্গে কথা হয়৷ বহু ক্ষন পর বাইক র্যালীর অনুমতি প্রদান করে৷ তিনি প্রশ্ণ তোলেন এই ধরনের দ্বিচারিতা থেকে স্পষ্ট মহকুমা প্রশাসন নির্বাচন সঠিক ভাবে হোক চায় না৷ একাংশ কর্মী এই ক্ষেত্রে জটিলতা তৈরি করছে৷ তিপ্রা মথার জয় নিশ্চিত৷ কোন চেষ্টা করে মথার প্রার্থীদের জয়কে রোখা যাবেনা৷
2023-02-13

