গুয়াহাটি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য অসমের হোজাই জেলা সদর। ১৮ ঘণ্টার মধ্যে মধ্য অসমে এটা দ্বিতীয় ভূমিকম্প। এর আগে গতকাল ১২ ফেব্রুয়ারি বিকাল ৬:০০টা ১৮ মিনিট ১৭ সেকেন্ডে পার্শ্ববর্তী নগাঁও জেলায় রিখটার স্ক্যালে ৪.০ প্রাবল্যের ভূমিকম্প হয়েছিল। আজ সকাল ১১টা ৫৭ মিনিট ২৭ সেকেন্ডে ৩.২ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে হোজাই শহর। তবে ভূমিকম্পের ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি প্রকাশিত তথ্যে জানা গেছে, আজ সকাল ১১:৫৭:২৭ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল হোজাই শহরের ভূগৰ্ভের ১০ কিলোমিটার গভীরে ২৬.০৫ উত্তর অক্ষাংশ এবং ৯৩.০১ দ্রাঘিমাংশে।
এদিকে আজই সিকিমেও ভোর ৪-টা ১৫ মিনিট ৪ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। সিকিমের ইউকসোম শহরের উত্তর-পশ্চিম প্রান্তে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভূগৰ্ভের ১০ কিলোমিটার গভীরে ২৭.৮১ উত্তর অক্ষাংশ এবং ৮৭.৭১ দ্রাঘিমাংশে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
প্ৰসঙ্গত, এর আগে গত ৪ ফেব্রুয়ারি ৪.০ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে মণিপুরের উখরুল জেলা ও পার্শ্ববর্তী এলাকা। ওইদিন সকাল ৬টা ১৪ মিনিট ৫৫ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল। সেদিন সংঘটিত ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উখরুল জেলার ১০ কিলোমিটার ভূগর্ভের ১০ কিমি গভীরে ২৫.১৩ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৬৭ দ্রাঘিমাংশে।

