করিমগঞ্জের লাফাশাইল সীমান্তে বিএসএফের অভিযানে বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেট

করিমগঞ্জ (অসম), ১২ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচারের পথে ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে ১৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। শনিবার গভীর রাতে ভারত-বাংলা সীমান্তবর্তী লাফাশাইল এলাকা থেকে নেশা সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে বিএসএফ-এর এক অভিযানকারী দল।

গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে অভিযান চালিয়েছিল ১৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। সীমান্তে কাঁটাতার সংলগ্ন এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১৬৯০টি ইয়াবা ট্যাবলেট। বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেটগুলির বাজারমূল্য ৮.৪৫ লক্ষ টাকা হবে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আজ রবিবার করিমগঞ্জের সদর থানায় মামলা দায়ের করেছেন বিএসএফ-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।