ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি।। সাগর অরবিন্দের সাঁড়াশি আক্রমণ। আর এতেই ভেঙ্গে পড়লো নন্দননগর স্কুল। শুরুতে সৌমিত্র কর্মকারের ব্যাটিং এবং পরে সাগর, অরবিন্দের বোলিং মূলত: আম্বেদকর স্কুলকে সান্ত্বনার জয় এনে দিয়েছে। ডি-গ্রুপে নন্দননগর শ্রীশ্রী রবি শংকর এবং ডঃ বি আর আম্বেদকর স্কুল প্রতিটি একটি করে ম্যাচে জয় পেলেও সেমিফাইনালে খেলার যোগ্যতা কোনও দল পাইনি বলে তিন দলকেই বিদায় নিতে হচ্ছে টুর্নামেন্ট থেকে। আম্বেদকর স্কুল মাঠে রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ডঃ বি আর আম্বেদকর স্কুল নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করে। দলের পক্ষে সৌমিত্র কর্মকার ৮৮ বল খেলে ৮টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৮, তন্ময় দাস ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ উল্লেখ করার মতো। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। নন্দননগর স্কুলের পক্ষে সৌরভ দে (৩/৩৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে জয়দেব সাহা ও বিশ্বজিৎ রুদ্র পাল যতক্ষণ উইকেটে ছিলো ততক্ষণ লড়াই করার সম্ভাবনা দেখা গিয়েছিলো নন্দননগর স্কুলের ক্রিকেটারদের মধ্যে। ২১.২ ওভার খেলে নন্দননগর স্কুল ১৪৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। জয়দেবের ২১ রান, বিশ্বজিতের ১৯ রান এবং তুহিন দেবনাথের ১৮ রানের পর অতিরিক্ত ৩৫ রান তাদের কিছুটা সহযোগিতা করেছিল। আম্বেদকর স্কুলের অধিনায়ক সাগর দেবনাথ একাই ৪টি উইকেট তুলে নেয় ৩৪ রানের বিনিময়ে এবং প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, সন্দীপন দাস ও অরবিন্দ চক্রবর্তী পেয়েছে দুটি করে উইকেট।