ছয় আগরলা কেন্দ্রে বিজেপি প্রার্থীর ভোট প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ ছয় আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত রবিবার টাটা কালীবাড়িতে পুজো দিয়ে এলাকার বাড়ি বাড়ি ভোট প্রচারের শামিল হন৷রবিবার সকালে টাটা কালী বাড়িতে পুজো দিয়ে ভোট প্রচারে শামিল হলেন আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত৷ এলাকার কর্পোরেটর সহ অন্যান্য নেতা-নেত্রীদের সঙ্গে নিয়ে তিনি এদিন টাটা কালী বাড়িতে পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপিয়া দত্ত বলেন এ কেন্দ্রে বিজেপি প্রার্থী জয় এক শতাংশ নিশ্চিত৷ এলাকার গণদেবতা তাকে যেভাবে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাচ্ছেন তা থেকে প্রমাণিত হয় এই বিধানসভা কেন্দ্রে তার জয় নিশ্চিত৷ এলাকার প্রতিটি নাগরিককে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য তিনি আহ্বান জানান৷