নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বিধানসভা এলাকায় রবিবার শাসকদল বিজেপির প্রার্থীর সমর্থনে বাইকেলে সংগঠিত করল দল৷ বাইক রেলি করে হেলিপ্যাড থেকে দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে কদম তলায় জনসমাবেশ মঞ্চে নিয়ে আসা হয়৷ কদমতলায় শুভেন্দু ঝড়ে আক্রান্ত বিরোধী শিবির৷ রাজ্য ও কেন্দ্র বিজেপির উন্নয়নের ঢোল বাজিয়ে গেলেন শুভেন্দু অধিকারী৷ শৌচালয়,আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সার্বিক বর্ণনা দিয়ে নিজের বক্তব্যকে ঝাঁঝালো করে তুলেন৷ মূলতঃ রবিবার সরকারি ছুটির দিনে কদমতলা যেন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়৷এদিন বেলা এগারোটা থেকে বিজেপির যুব মোর্চার দুই হাজারেরও অধিক যুবকরা বাইক নিয়ে সমস্ত বিধানসভা এলাকা পরিক্রমা করে বারোটা নাগাদ বড়গোল হেলিপেডে শুভেন্দু অধিকারীকে বাইক মিছিলের মাধ্যমে কদমতলা বিদ্যালয় মাঠের সভাস্থলে নিয়ে আসে৷ বাইক রেলির নেতৃত্বে ছিলেন যুব মোর্চার মন্ডল সভাপতি অমিতাভ নাথ৷ শুভেন্দু অধিকারী মাঠে প্রবেশের আগেই সমস্ত বিধানসভা থেকে যুবক,কৃষক, নারী, বৃদ্ধরা মাঠের দখল নেয়৷ ততক্ষণে অবশ্য তিল ধরনের জায়গা ছিল না মাঠে৷ প্রধান অতিথি শুভেন্দু অধিকারী মাঠে কার্জকর্তাদের উপস্থিতি দেখে আপ্লুত হয়ে বলেন এই কেন্দ্রে এবার রেকর্ড ভোটে বিজেপি জয়লাভ করে রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দিবে৷ অপরদিকে শুভেন্দু অধিকারীও মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই মাঠ ভর্তি দর্শকদের জয়ধবনি ও করতালির মাধ্যমে মুখরিত হয়৷ তিনি কেন্দ্র রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন৷ তিনি বামগ্রেস জোটকে অশুভ শক্তি বলে আখ্যায়িত করেন৷ তাছাড়া সাংবাদিকদের এক প্রশ্ণের জবাবে তিনি ব্যঙ্গ করে বলেন অভিষেক ব্যানার্জির দল অশ্ব ডিম্ব পাবে রাজ্য বিধানসভা নির্বাচনে৷
2023-02-12

