আদানির কথা বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরব মোদী হয়ে যান : বৃন্দা কারাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷  আদানির কথা বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরব মোদী হয়ে যান৷  তেলিয়ামুড়া শহরের সব্জি বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জন সমাবেশে বলেন সি.পি.আই.এম পুলিট ব্যুরো সদস্যা বৃন্দা কারাত৷
তেলিয়ামুড়া মহকুমা জুড়ে জমে উঠেছে রাজনৈতিক দল গুলোর ভোট প্রচার৷ বিরোধী বামফ্রন্ট ও কংগ্রেসের জোটের প্রচার চলছে জোর কদমে৷ শনিবার দুপুরে ২৭ কল্যানপুর-প্রমোদনগর,  ২৮ তেলিয়ামুড়া, এবং ২৯ কৃষ্ণপুর কেন্দ্রের বামফ্রন্ট ও কংগ্রেস প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় এক সমাবেশ৷ তেলিয়ামুড়া শহরের সব্জি বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই জন সমাবেশ৷ এদিনের সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সি.পি.আই.এম পুলিট ব্যুরো সদস্যা বৃন্দা কারাত এবং সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব দীপা দাস মুন্সি৷ সাথে উপস্থিত ছিলেন ২৮ কল্যানপুর প্রমোদনগর কেন্দ্রের সি.পি.আই.এম প্রার্থী মনীন্দ্র চন্দ্র দাস, ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অশোক কুমার বৈদ্য, ২৯ কৃষ্ণপুর কেন্দ্রের সি.পি.আই.এম প্রার্থী স্বস্তি দেববর্মা,  সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সহ অন্যান্যরা৷ এইদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সি.পি.আই.এম পুলিট ব্যুরো সদস্যা বৃন্দা কারাত এইদিন বিজেপির তীব্র সমালোচনা করেন৷ আদানির কথা বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরব মোদী হয়ে যান বলেও কটাক্ষ করেন তিনি৷ সমাবেশ শুরুর পুর্বে তেলিয়ামুড়ার ইচারবিল চৌমুহুনী থেকে এক যা লির আয়োজন করা হয়৷ যা লিটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়৷