আগামীকাল রবিবার থেকে উত্তরপ্রদেশে দুদিনের সফরে থাকবেন রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীকাল রবিবার থেকে উত্তরপ্রদেশে দুদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ সময় তিনি উত্তরপ্রদেশ গ্লোবাল ইনভেস্টর সামিট-২০২৩ এর সমাপনী অধিবেশনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার রাষ্ট্রপতি ভবন জানিয়েছে , রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১২ থেকে ১৩ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ সফর করবেন। রাষ্ট্রপতি ১২ ফেব্রুয়ারি লখনউতে উত্তরপ্রদেশ গ্লোবাল ইনভেস্টরস সামিট-২০২৩-এর সমাপনী অধিবেশনে অংশগ্রহণ করবেন। একই সন্ধ্যায়, তিনি লখনউয়ের লোক ভবনে উত্তর প্রদেশ সরকার তাঁর সম্মানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
রাষ্ট্রপতি ১৩ ফেব্রুয়ারি লখনউয়ের বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ১০ তম সমাবর্তনে যোগ দেবেন। তিনি কাশী বিশ্বনাথ মন্দিরও পরিদর্শন করবেন এবং দিল্লিতে ফেরার আগে বারাণসীতে গঙ্গা আরতিতে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *