তেজপুর (অসম), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের শোণিতপুর জেলা সদর তেজপুর পুলিশের হাতে অস্ত্র সহ কুখ্যাত এক ডাকাত গ্রেফতার হয়েছে। তেজপুর পুলিশের এক অভিযানে অস্ত্র সহ আটক করা হয় গুলজার হুসেন নামের ডাকাতকে।
জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শুক্ৰবার রাতে তেজপুরের মহাভৈরব এবং বারোঘাট পুলিশের অভিযানে গুলজার হুসেন নামের ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তবে অন্ধকারের সুযোগ নিয়ে তার অন্য এক সঙ্গী তেজপুরের বারোগলির আমির হুসেন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ধৃতের কাছ থেকে এএস ১২ ডব্লিউ ৪৭৮১ নম্বরের একটি মারুতি গাড়ি, গাঁজা এবং বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃত গুলজার হুসেনের বিরুদ্ধে তেজপুর সহ গোটা শোণিতপুর এবং সংলগ্ন গোলাঘাট জেলায় বশ কয়েকটি ডাকাতির মামলা রুজু রয়েছে। পুলিশ তাকে ধরতে তক্কে তক্কে ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে তাকে ধরা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

