ধুবড়ি (অসম), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবৰ্তী ছাগলিয়ায় পাঁচ কুইন্টালের বেশি কাঁচা গো-মাংস উদ্ধার করেছে ধুবড়ি জেলা পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুজনকে। গ্রেফতারকৃতরা যথাক্ৰমে রশিদুল হক ও মিজানুর রহমান।
এ খবর দিয়ে জেলা পুলিশের জনৈক পদস্থ আধিকারিক জানান, চোরাচালানের গো-মাংসগুলি ধুবড়ি জেলার গৌরীপুরে পৌঁছে দেওয়ার কথা ছিল। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামে রেজিস্ট্ৰিকৃত একটি চার চাকার গাড়ি বলেরো পিকআপ ভ্যান পশ্চিমবঙ্গের শুক্তাবাড়ি থেকে রাজ্যে প্রবেশ করলে পুলিশ তার গতিরোধ করে তালাশি চালিয়ে ৫০০ কেজির বেশি গো-মাংস উদ্ধার করে।গো-মাংস পাচারের অভিযোগে রশিদুল হক ও মিজানুর রহমানের নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে, জানান পুলিশ অফিসার। তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ (এ)/৩৭৯/৪১১ এবং গবাদি পশু সংরক্ষণ আইনের আর/ডব্লিউ ১৩ (১) ধারায় মামলা রুজু করা হয়েছে।তিনি আরও জানান, গো-মাংস পাচারের এ ধরনের ঘটনা প্রথম নয়। গত ৩ জানুয়ারি ধুবড়ি সদর থানার অন্তর্গত কলেজ টাউন আউট-পোস্টের পুলিশ ভেটাবাজার এলাকায় ৯ কুইন্টাল কাঁচা গো-মাংস সহ একটি বলেরো পিক-আপ ভ্যান আটক করেছিল।