আগরতলা, ১১ ফেব্রুয়ারি (হি.স): নির্বাচনের প্রাক মুহূর্তে নাকা চেকিং করতে গিয়ে উদ্ধার হয়েছে ২০ লক্ষ ৯০ হাজার টাকার মোবাইলফোন। ঘটনা শুক্রবার গভীর রাতে চড়িলাম বিধানসভার বিশ্রামগঞ্জ তক্সাপাড়া এলাকায়। সাত লক্ষাধিক টাকার অধিক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সোনামুড়ায় মোবাইল প্রচার করার চেষ্টা করছিল গাড়ির মালিক বলে জানিয়েছেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস।
বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে চড়িলাম বিধানসভার বিশ্রামগঞ্জ তক্সাপাড়া এলাকায় নাকা চেকিং এ বসে নিবার্চনের আধিকারিকরা। আগরতলা থেকে সোনামুড়া যাওয়ার পথে টি আর ০১ ডি ৩৮১২ নম্বরের বুলেরো গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়েছিল।তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ২০ লক্ষ ৯০ হাজার টাকার মোবাইল উদ্ধার করেছে। গাড়ির মালিক জামাল মিঞা বাজেয়াপ্ত মোবাইলের কোনো নথি দেখাতে পারেননি বলে জানান তিনি।
সাথে তিনি আরও জানিয়েছেন, আনুমানিক সাত লক্ষাধিক টাকার কর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে সোনামুড়ায় প্রচার করা উদ্দেশ্যে রওনা দিয়েছিলগাড়ির মালিক।ঘটনায় মোবাইল সহ গাড়িটি আটক করে বিশালগড় মহকুমা শাসক দফতরে নিয়ে যাওয়া হয়েছে ।

