বেগুসরাই, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : কৃষি সাংবাদিকতা আজ কোথাও হারিয়ে গিয়েছে। আজকাল সাংবাদিকরা রাজনীতি ও অপরাধের খবরে অনেক বেশি মনোযোগ দিতে শুরু করেছেন, যার কারণে সমাজেও ভাঙন দেখা দিয়েছে বলে মনে করেন বরিষ্ঠ সাংবাদিক তথা বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচারের সম্পাদক জিতেন্দ্র তিওয়ারি। শনিবার বিহারের বেগুসরাইয়ে হিন্দুস্থান সমাচারের দুদিনের মিডিয়া কর্মশালার প্রথম দিনে নিজের বক্তব্যে তিনি বলেন, বর্তমানে রাজনীতি ও অপরাধের খবরের পাশাপাশি কৃষি ও আবহাওয়াবিদ্যার সাংবাদিকতার ওপর জোর দেওয়া প্রয়োজন।
কর্মশালায় তিনি আরও বলেন, পাঠকরা কৃষি বিজ্ঞানের উপর ভিত্তি করে সংবাদগুলি খুব আগ্রহের সাথে পড়েন এবং স্মৃতির আকারে তাদের মনে রাখে। আজ যে ধরনের সাংবাদিকতা বাড়ছে, হিন্দুস্থান সমাচার বহুভাষী সংবাদ সংস্থা নিজেকে একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যার মূলমন্ত্র হল সত্য সংবাদ সেবা।
তিনি শিবরাম শঙ্কর ওরফে দাদাসাহেব আপ্তে, বালেশ্বর আগরওয়াল, শ্রীকান্ত শঙ্কর জোশী, বাপুরাও লেলে এবং বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচারের বর্তমান গ্রুপ সম্পাদক রাম বাহাদুর রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এনারা ব্যক্তিত্বের কারণে একটি ছোট চারা থেকে আজ বটবৃক্ষের আকারে গড়ে উঠেছে। খ্যাতি দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে স্মরণ করে তিনি বলেন, আজ তাঁর মৃত্যুবার্ষিকী এবং এটি একটি সুন্দর কাকতালীয় যে রামধারী সিং ‘দিনকর’-এর ভূমি বেগুসরাইয়ে হিন্দুস্থান সমাচারের এই দুদিনের কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

