ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।। বাংলা এবং সৌরাষ্ট্র ফাইনালের লক্ষ্যে অনেকটা এগিয়ে রয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষায়। দুটি সেমিফাইনাল ম্যাচে আগামীকাল অন্তিম দিনে তেমন কোন অঘটন না ঘটলে রঞ্জি ফাইনালে বাংলা এবং সৌরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। ফাইনাল শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। এদিকে ইন্দোরে হোলকার স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে চতুর্থ দিনের খেলা শেষে বেঙ্গল ৫৪৭ রানে এগিয়ে রয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বেঙ্গল তাদের প্রথম ইনিংসে ৪৩৮ রান সংগ্রহ করে। জবাবে মধ্যপ্রদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৭০ রানে।২৬৮ রানে এগিয়ে থেকে বেঙ্গল দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। চতুর্থ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে বেঙ্গল ৯ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে। তেমনি, ব্যাঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অপর সেমিফাইনালে চতুর্থ দিনের খেলা শেষে কর্ণাটক তিন রানে এগিয়ে রয়েছে। হাতে উইকেট রয়েছে আরও ছয়টি। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ায় পাল্লা ভারী সৌরাস্ট্রের। টস হারলেও প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে কর্ণাটক প্রথমে ৪০৭ রান সংগ্রহ করলে জবাবে সৌরাষ্ট্র তাদের প্রথম ইনিংসে ৫২৭ রান পায়। ১২০ রানে পিছিয়ে থেকে কর্ণাটক দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে এ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৩৩ সংগ্রহ করে নেয়।
2023-02-11

