কলকাতা, ১১ ফেব্রুয়ারি (হি স)। জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময় রাজ্য প্রশাসনের সঙ্গে তাঁর সংঘাত ছিল প্রতিদিনের ঘটনা। সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর দেখা দিয়েছে ঠিক বিপরীত ছবি। এতে হতাশা দেখা দিয়েছে রাজ্য বিজেপি-র নেতা-কর্মীদের একাংশে। এই পরিস্থিতিতে শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকের পরেই রাজভবনের তরফে ‘কড়া বিবৃতি’ জারি করলেন রাজ্যপাল।
শনিবার সকালে রাজভবনে যান বালুরঘাটের সাংসদ সুকান্ত। প্রায় দু’ঘণ্টা একান্তে তাঁর বৈঠক হয় রাজ্যপালের সঙ্গে। একটি অভিযোগপত্রও রাজ্যপালের হাতে তুলে দেন তিনি। তার পর বিকালেই রাজভবন থেকে সেই সাক্ষাতের কথা উল্লেখ করে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতেই আনন্দ বোস রাজ্যের বেশ কয়েকটি বিষয় নিয়ে ‘কড়া অবস্থান’ ব্যক্ত করেছেন।
রাজ্য রাজনীতির কারবারিরা বিজেপি সভাপতি সুকান্তের সঙ্গে রাজ্যপালের একান্ত বৈঠককে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন। কারণ, সুকান্তের দাবিপত্র হাতে পাওয়ার পরেই রাজ্যপাল রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে নিজের ‘অবস্থান’ জানিয়েছেন। বিবৃতিতে রাজভবন জানিয়েছে, গত দু’মাসের অভিজ্ঞতায় মূলত তিনটি বিষয়ের কথা উল্লেখ করা দরকার। প্রথমত, ভারতের সংবিধানকে অক্ষুণ্ণ রাখা। দ্বিতীয়ত, আইনের শাসন সুনিশ্চিত করা এবং তৃতীয়ত, বাংলার মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করা। নিজের তিনটি মূলমন্ত্রের কথা বলার পর পরই বিজেপি সভাপতির সঙ্গে তাঁর কথোপকথনের ব্যাখ্যা দিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস। সেখানেই তিনি জানিয়েছেন সুকান্ত তাঁর কাছে রাজ্যে দুর্নীতি ও বেনিয়মের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে আগাম সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করেছেন।
সুকান্তবাবুর সঙ্গে বৈঠকের পর জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্যপাল জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে যথা সময়ে ‘কার্যকরী ও সক্রিয়’ হস্তক্ষেপ করা হবে। নির্বাচনে হিংসার কোনও স্থান নেই এবং আসন্ন পঞ্চায়েত ভোট যাতে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয়, তা-ও নিশ্চিত করা হবে। পঞ্চায়েত ভোট নিয়ে শাসকদলের হিংসার কথা যে বিজেপি সভাপতিই তাঁকে জানিয়েছেন, তা-ও নিজের বিবৃতিতে উল্লেখ করে দিয়েছেন আনন্দ বোস।