নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ রামনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পূজন বিশ্বাস ভোট প্রচারে দশমীঘাট এলাকায়৷ তিনি বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে দারুন সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন৷ তৃণমূল কংগ্রেস রামনগর বিধানসভা এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ এবং এলাকাকে নেশা মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন৷ শুক্রবার রামনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পোজন বিশ্বাস বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে বলেন বর্তমান সরকারের আমলে রামনগর এলাকার উন্নয়ন হয়নি৷ এলাকার জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে৷ মশা সহ কীটপতঙ্গ কিলবিল করছে৷ বসবাস করার অনুপযোগী হয়ে উঠছে এলাকার পরিবেশ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে জনগণের পরামর্শ অনুযায়ী কাজ করবে বলে তিনি জানিয়েছেন৷
2023-02-10