ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি।। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও প্রথম সারিতে রয়েছে শ্রীকৃষ্ণ মিশন স্কুল। সদর আন্তঃ স্কুল ক্রিকেটে লীগ পর্যায়ের খেলায় জয় দিয়ে সূচনা শ্রীকৃষ্ণ মিশন স্কুলের পক্ষে এটাও একটা প্রমাণ। গ্রুপ চ্যাম্পিয়ন হলেও রান রেটের কঠিন লড়াইয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন অধরা থাকতেই পারে। কিন্তু গ্রুপ লীগের পরবর্তী ম্যাচে স্কুলের ছেলেরা ভালো খেলতে বদ্ধপরিকর, আজ ম্যাচের শেষে খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজে এটাই প্রতীয়মান হয়েছে। আজ, শুক্রবার নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শ্রীকৃষ্ণ মিশন স্কুল ৫ উইকেটের ব্যবধানে মধুবন ডুকলি স্কুলকে পরাজিত করেছে। কুয়াশাকীর্ন সকালে এক ঘন্টা অপেক্ষার পর ম্যাচ শুরুতে টস জিতে মধুবন ডুকলি স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারে আট উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক দ্বীপ সূত্রধর সর্বাধিক ৪০ রান পায়। এছাড়া, সাগর দাসের অপরাজিত ৩৩ রান এবং জয়দেব দাসের ২৯ রানও উল্লেখ করার মতো। তবে অতিরিক্ত ৫৪ রানের অনেকটা সহযোগিতা হয়েছে। শ্রীকৃষ্ণ মিশন স্কুলের অধিনায়ক সৌরদীপ দেববর্মা ও প্রানজিত ভৌমিক তিনটি করে এবং আয়ুষ সরকার একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীকৃষ্ণ মিশন স্কুল ৩২.৫ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ময়ূখ চক্রবর্তী দুর্দান্ত ব্যাট করে ৬০ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। ৫৪ বল খেলে নটি বাউন্ডারি হাঁকিয়ে ময়ূখ ৬০ রানে অপরাজিত থাকে। এছাড়া, অধিনায়ক সৌরদীপের ৪৪ রান এবং ওপেনার স্নেহাংশু রায়ের ২৮ রান উল্লেখ করার মতো। অতিরিক্ত খাতে প্রাপ্তি ৪৯ রানও বেশ কাজে এসেছে। বলে-ব্যাটে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের অধিনায়ক সৌরদীপ দেববর্মা পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব। মধুবন ডুকলি স্কুলের দীপ্তনু সরকার ও দ্বীপ সুত্রধর দুটি করে এবং সাগর দেবনাথ একটি উইকেট পেয়েছিল। বিজিত মধুবন ডুকলি স্কুল পরপর দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে এবারের মতো বিদায় নিয়েছে।
2023-02-10

