প্রধানমন্ত্রীকে অহংকারী আখ্যা দিলেন খাড়গে, বললেন তিনি শুধু নিজের প্রশংসা করেন

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অহংকারী আখ্যা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে কটাক্ষের সুরে খাড়গে বলেছেন, তিনি শুধু নিজের প্রশংসাই করেন।

শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ভাষণে শুধুমাত্র নিজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি আমাদের প্রশ্নের জবাব দেননি। তিনি বেকারত্ব, মুদ্রাস্ফীতি, আদানি, টাকার পতন এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেননি। তিনি বলেছেন, একমাত্র তিনিই দেশকে বাঁচাতে পারেন, এটি অহংকারের কথা।