ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি।। প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। মরশুমের শেষ ম্যাচে ভালো খেলার জন্য। ১২ ফেব্রুয়ারি, রবিবার থেকে ত্রিপুরা মুখোমুখি হবে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। এম বি বি স্টেডিয়ামে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। ওই ম্যাচের জন্য দুদলই শুক্রবার দুপুরে প্রস্তুতি সেরে নেয়। এদিন দুপুর ১টায় ত্রিপুরা দলের প্রস্তুতি শুরু হয়। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। মরশুমের প্রথম ৩ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট পাওয়ার পর শেষ ৩ ম্যাচে পুরো পয়েন্ট হারিয়ে পঞ্চম স্থানে চলে গেছে ত্রিপুরা। শেষ ৩ ম্যাচে পরাজিত হলেও ত্রিপুরার ক্রিকেটাররা চাইছেন মরশুমের শেষ ম্যাচে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়, টিম ম্যানেজমেন্ট ওই বার্তাটাই প্রতিটি ক্রিকেটারের মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেনয। এদিন অনুশীলনে গোটা দলকেই যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে। প্রতিটি ক্রিকেটারই নিজেদের সেরাটা ঘরের মাঠে নিংড়ে দিতে বদ্ধপরিকর। এদিকে কানাইয়া ওয়াধাওয়ানের নেতৃত্বে জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররা এদিন দুপুর ২টা থেকে অনুশীলন করতে আসেন এম বি বি স্টেডিয়ামে। কিন্তু দিল্লি থেকে কিটস ব্যাগ না আসায় তেমন অনুশীলন করতে পারেননি। হালকা ঘাম ঝরিয়ে হোটেলে ফিরে যান সফররত দলের ক্রিকেটাররা। দুদলই আসরে ৬ ম্যাচ খেলে নিয়েছে। ৬ ম্যাচ খেলে সফররত জম্মু-কাশ্মীরের পয়েন্ট ১৮ এবং ত্রিপুরার পয়েন্ট ১৭। ত্রিপুরা জয় করতে যেনও মরিয়া সফররত দলের ক্রিকেটাররা, অন্তত অনুশীলন দেখে এটাই মনে হলো। এদিকে দুদলের কাছেই ম্যাচটি নিয়ম রক্ষার। কারন গ্রুপে সেরা হওয়ার সুযোগ নেই কোনও দলের কাছেই। কারন ২৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পাঞ্জাব এবং মধ্যপ্রদেশ। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। আজ দুদলই শেষ প্রস্তুতি করে নেবেন। দুই কোচই নিজেদের অস্ত্রদের শেষবার শান দিয়ে নেবেন।
2023-02-10

