নাগাল্যান্ডের আকুলুটো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বিজেপি প্রার্থী কাজহেতো, সরকারি ঘোষণার অপেক্ষা

গুয়াহাটি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : নাগাল্যান্ডের ৩১-এসি নম্বর আকুলুটো (উপজাতি তফশিলি) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী তথা বিধায়ক কাজহেতো কিনিমি। কেবল সরকারিভাবে ঘোষণার অপেক্ষায়।

আজ শুক্রবার নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এই খবর জানিয়েছেন।

আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়ার অন্তিম তারিখ ছিল ৭ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। আজ ১০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম তারিখ ধার্য ছিল। ৩১-এসি নম্বর আকুলুটো (উপজাতি তফশিলি) আসনে যে কয়টি মনোনয়ন জমা পড়েছিল, সব কয়টি প্রত্যাহার করছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী কাজহেতো কিনিমি নির্বাচনী ময়দানে থেকে যান। ফলে স্বাভাবিকভাবে তাঁকেই নির্বাচিত বলে মনে করা হচ্ছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল বৃহস্পতিবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী তথা ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি)-প্রধান নেইফিউ রিওর সঙ্গে নির্বাচনী কৌশল নির্ধারণে চুমুকেদিমার নিয়াথু রিসর্টে গুরুত্বপূর্ণ বৈঠক করে এসেছেন নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স-এর আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এর পর আজ তাঁর এই টুইটার তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।