ভুয়ো নথি সহ ভারত-নেপাল সীমান্তে ধৃত এক বাংলাদেশি

খড়িবাড়ি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ফের ধৃত এক বাংলাদেশি। ভুয়ো নথিপত্র সহ নেপাল থেকে ভারতে প্রবেশের সময় পানিট্যাঙ্কি সীমান্তে এসএসবি জওয়ানরা সন্দেহজনকভাবে ওই বাংলাদেশিকে আটক করে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশির নাম স্বপন দাস। সে বাংলাদেশের টাঙ্গাইল জেলার বাসিন্দা। ভুয়ো নথিপত্র সহ নেপাল থেকে ভারতে প্রবেশের সময় পানিট্যাঙ্কি সীমান্তে এসএসবি জওয়ানরা সন্দেহজনকভাবে ওই বাংলাদেশিকে আটক করে। অভিযুক্তকে পানিট্যাঙ্কির এসএসবি বিওপিতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্তের কাছ থেকে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স ছাড়াও বাংলাদেশের পরিচয়পত্র উদ্ধার করে এসএসবি। পরবর্তীতে অভিযুক্তকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশ ওই বাংলাদেশিকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালতের কাছে ধৃতকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে খড়িবাড়ি পুলিশ।