তেলিয়ামুড়ায় তৃণমূলের প্রচার র্যালী

বিধানসভা এলাকায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রবি চৌধুরীর সমর্থনে এক বাইক মিছিল অনুষ্ঠিত হয়৷ মূলত ২০২৩ বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রবি চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবারের এই বাইক মিছিল৷ এদিনের এই বাইক মিছিলে ছিলেন তৃণমূলের  ছাত্র নেতা সুদীপ রাহা, তৃণমূল প্রার্থী রবি চৌধুরী, তৃনমূল কংগ্রেসের জেলা নেতৃত্বে অশোক দাস গুপ্ত সহ তৃণমূলের  এক ঝাঁক নেতা নেত্রীরা৷ এই বাইক রেলিটি  হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট থেকে শুরু করে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ পরে এই মিছিলটি তৃণমূল খোয়াই জেলা কমিটির কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়৷