পিয়ং ইয়াং, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার প্রতি সমবেদনা জানালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন । সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে পাঠানো একটি অডিও বার্তায় কিম বলেছেন, “আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে সিরিয়ার সরকার এবং জনগণ যত দ্রুত সম্ভব ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবন স্থিতিশীল হবে।”
এদিকে, দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা তুরস্ককে জরুরীকালীন মানবিক সহায়তা হিসেবে ৫ মিলিয়ন ডলার দেবেন। অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য ১১০ জন কর্মী পাঠানো হবে। এছাড়া চিকিৎসা সামগ্রীও সরবরাহ করা হবে।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার জনের। তুরস্কর ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, ‘দক্ষিণ তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৮৯৪, আহত ৩৪,৮১০ জন।’ অন্যদিকে, সিরিয়ায় কমপক্ষে ১,৯৩২ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন বলে সরকারী কর্মকর্তারা জানিয়েছেন। আলেপ্পো, লাতাকিয়া, হামা, ইদলিব ও টারতুস প্রদেশে অন্তত ৮১২ জন নিহত এবং ১,৪৪৯ জন আহত হয়েছেন। বিরোধী-নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে কমপক্ষে ১,১২০ জন নিহত এবং ২,৫০০ জন আহত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা।