তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,০০০-এরও বেশি

আঙ্কারা ও ইস্তানবুল, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজারেরও বেশি। দুই দেশে আহতের সংখ্যা ৪৪ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন অথবা চাপা পড়ে রয়েছেন, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা আহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বেঁচে যাওয়া লোকদের খুঁজে পাওয়ার আশা ম্লান হওয়ার সাথে সাথে উদ্ধারকারী দল তুরস্ক এবং সিরিয়ায় রাতভর পরিশ্রম করে চলেছে। ভূমিকম্পে ভেঙে পড়া হাজার হাজার ভবনের ধ্বংসস্তূপের মধ্যে জীবনের চিহ্নগুলি সন্ধান করছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে এটি।

প্রসঙ্গত, বুধবার আরও একবার ভূমিকম্পে কেঁপে উঠছে তুরস্ক। এদিন তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নূরদাগি জেলায় ৪.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এই দুঃসময়ে তুরস্ক ও সিরিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ।