ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। দ্বিতীয় স্থান অনেকটা নিশ্চিত করে নিলো চলমান সঙ্ঘ। মঙ্গলবার মাইথুলং বাড়ি স্কুলকে পরাজিত করার সঙ্গে সঙ্গেই দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে যায় সুজন সরকারের দল চলমান সঙ্ঘের। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবলে। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলমান সঙ্ঘ নূণ্যতম গোলে পরাজিত করে কিল্লা-র মাইথুলং বাড়ি স্কুলকে। খেলার ইঞ্জুরি টাইমে চলমান সঙ্ঘের পক্ষে জয়সূচক গোলটি করে পারমিতা দেবনাথ। যে প্রাধান্য নিয়ে সুজন সরকারের মেয়েরা এদিন খেলেছিলো তাতে বড় ব্যবধানে জয় পাওয়ার কথা ছিলো। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় শেষ মিনিট পর্যন্ত দুশ্চিন্তায় কাটাতে হলো কোচ সহ রিজার্ভ ব্যাঞ্চের ফুটবলারদের। খেলাটি পরিচালনা করেন সুপ্রীয়া দাস। প্রসঙ্গত: ফুটবল ফেডারেশনের আর্থিক সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে হচ্ছে আসর। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ২-০ গোলে পরজিত করে কিল্লা মর্ণিং ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে সীতামনি রিয়াং এবং সুশ্মিতা গোয়ালা গোল করে। ম্যাচটি পরিচালনা করেন সুকান্ত দত্ত।
2023-02-07

