তিরুবনন্তপুরম, ৭ ফেব্রুয়ারি (হি.স.): নিউমোনিয়া ও উচ্চ জ্বরে অসুস্থ হয়ে পড়েছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। সোমবার রাতে কেরলের নেয়াত্তিঙ্কারার এনআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে ওমেন চান্ডিকে। তাঁর ছেলে একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং জ্বরের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
ওমেন চান্ডিকে দেখতে মঙ্গলবারই হাসপাতালে গিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। ওমেন চান্ডির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।