ক্যানিংয়ে চোরাই মাল সহ দুই দুষ্কৃতী গ্রেফতার

ক্যানিং, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : চোরাই মাল সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। সোমবার ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের বয়ারসিং থেকে গ্রেফতার করা হয়েছে মণি মণ্ডল ও আশরাফ আলি মোল্লাকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দশটি মোবাইল ফোন ও একটি মাইক্রোওয়েভ কুকার ও বেশ কিছু বাসনপত্র। এলাকার বিভিন্ন জায়গা থেকে জিনিষপত্র চুরি করতো মণি। সেই চোরাই মাল বিক্রি করতো আসরাফের কাছে। গোপন সূত্রে সেই খবর পেয়েই ক্যানিং থানার পুলিশ এঁদেরকে গ্রেফতার করেছে।