করিমগঞ্জ (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : চুরি যাওয়া অটো রিকশা উদ্ধারের দাবিতে করিমগঞ্জে অনশন অবস্থানে বসেছেন জনৈক যুবক এবং তাঁর নিকটাত্মীয়ারা। বিগত আট দিন আগে রাতের অন্ধকারের নিজের বাড়ি থেকে চুরি হয় অটো রিকশা। এ বিষয়ে করিমগঞ্জের সদর থানায় এজাহার দায়ের করা সত্ত্বেও আট দিন অতিক্রান্ত হলেও কোনও ধরনের সন্ধান মেলেনি। তাছাড়া কোনও ধরনের পুলিশের তদন্তের তৎপরতাও দেখা যায়নি। যার দরুন বাধ্য হয় অনশন অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছেন করিমগঞ্জের মাইজগ্রাম বিস্কুটগ্রামের পাপলুরঞ্জন দাস এবং তাঁর নিকটাত্মীয়ারা।
সোমবার অফিসপাড়ার ধরনা শেডে অনশনে বসে মাইজগ্রাম বিস্কুটগ্রামের পাপলু দাস জানান, গত আট দিন আগে এএস ১০ এসি ৯০৬৪ নম্বরের অটো রিকশাটি তাঁর বাড়ি থেকে চুরি হলে সঙ্গে সঙ্গে তাঁরা এ বিষয়ে এজাহার দায়ের করেন থানায়। করিমগঞ্জের সদর থানায় সি/এন/৭৭/২৩ নম্বরের মামলা রেজিস্টার হয়েছে। কিন্তু কোনও ধরনের পুলিশি তদন্তের অগ্রগতি না পাওয়ার দরুন বাধ্য হয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। বলেন, আজ প্রথমদিন তাঁরা এ বিষয়ে অবস্থানে বসেছেন। এ ব্যপারে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাবেন বলেও জানান তিনি।

