ভারতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়াতে মিশন মোডে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বেঙ্গালুরু, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়াতে মিশন মোডে কাজ করছে সরকার। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩ উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক বর্তমানে ২২ হাজার কিলোমিটার থেকে আগামী চার-পাঁচ বছরে ৩৫ হাজার কিলোমিটারে প্রসারিত হবে। তিন দিনব্যাপী ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩ ইভেন্টের লক্ষ্য হল-একটি এনার্জি স্থানান্তর পাওয়ার হাউস হিসাবে ভারতের ক্রমবর্ধমান দক্ষতা প্রদর্শন করা। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের ভারতের জ্বালানি সেক্টরে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এনার্জির পরিবর্তনে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর। তিনি বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে ভারতের এনার্জির মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়াতে মিশন মোডে কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম অপরিশোধিত পরিশোধন ক্ষমতা রয়েছে ভারতের।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আরেকটি সেক্টর যেটিতে ভারত বিশ্বে নেতৃত্ব দিচ্ছে তা হল সবুজ হাইড্রোজেন। তিনি বলেন, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন একুশ শতকের ভারতকে নতুন দিকনির্দেশনা দেবে। প্রধানমন্ত্রী এদিন ইন্ডিয়ান অয়েলের ইনডোর সোলার কুকিং সিস্টেমের টুইন-কুকটপ মডেলও চালু করেন এবং এর বাণিজ্যিক রোল-আউটকে ফ্ল্যাগ-অফ করেন। প্রধানমন্ত্রীর কথায়, আজ সূচনা হওয়া সোলার কুকটপ ভারতে সবুজ ও পরিচ্ছন্ন রান্নাকে একটি নতুন মাত্রা দিতে চলেছে। তিনি বলেন, সার্কুলার ইকোনমি, একভাবে, প্রত্যেক ভারতীয়ের জীবনধারার একটি অংশ। প্রধানমন্ত্রী বলেন, কোটি কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে মধ্যবিত্তে প্রবেশ করেছে। তিনি বলেন, ভারত দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট এবং মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই প্রমুখ।