রাজ্যের সর্বত্র বিজেপি প্রার্থীদের জোরদার ভোট প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ রবিবার সকালে ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী  ডাঃ দিলীপ দাসের সমর্থনে গোয়ালা বস্তি এলাকায় জনসম্পর্ক কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ এদিন প্রার্থীকে সঙ্গে নিয়ে জনসংযোগ চালান তিনি৷ গোয়ালা বস্তীর বাসিন্দাদের সঙ্গে কথা বলেন৷ মানুষের চেহারাই দর্পণ৷ বিজেপি-কে মানুষ ব্যাপক ভাবে সমর্থন জানাচ্ছেন৷ গত বারের চাইতে বেশী ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ বিরোধী দলকে মানুষ গ্রহণ করছে না৷ তাদের জন সমর্থন নেই বলে জানান তিনি৷
ভোট গ্রহণের দিনক্ষন যত এগুচ্ছে ততই বাড়ি বাড়ি প্রচারে ত্যাজী আনছে ৯ বনমালিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷  এদিন বনমালীপুর নিজ বিধানসভা কেন্দ্রের মর্ডান ক্লাব এলাকায় বাড়ি বাড়ি প্রচার করলেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য৷ ব্যাপক সাড়া মিলছে৷ সাবাই দুই হাত ভরে আশীর্বাদ করছে৷ জোট না ঘোট তা মানুষের কাছে স্পষ্ট নয়৷ কাদের এবং কিসের স্বার্থে জোট৷ এটা রাজ্যের মানুষ জানতে চায়৷ তাদের এই জোট নিয়ে মানুষ তিতিবিরক্ত৷ ২০২৩- সালে উচিৎ  শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে৷ উন্নয়নই বিজেপি নির্বাচনী হাতিয়ার বলে জানান রাজীব ভট্টাচার্য৷
এই লড়াই বাচার লড়াই৷ এই লড়াই জিততেই হবে৷ এভাবেই ছন্দ মিলিয়ে পুরনো কায়দায় নির্বাচনী প্রচারে নামেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরজিৎ  দত্ত৷ এদিন তাঁর সমর্থনে বাইক যাী অনুষ্ঠিত হয়৷ যা লিটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ জয় নিয়ে অনেকটাই আত্ম বিশ্বাসী দেখাল বিজেপি প্রার্থী সুরজিৎ দত্তকে৷
১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের আমতলি সুকল সংলগ্ণ ৪৩ নাম্বার বুথে বাড়ি বাড়ি জন সংযোগে অংশ নেন বিজেপি প্রার্থী রাম প্রসাদ পাল৷ জনতা ব্যাপক ভাবে আশীর্বাদ করছে৷ দীর্ঘ ২৫ বছর বামের ক্ষমতায় থাকাকালীন সময়ে এই কেন্দ্রকে বঞ্চিত রেখেছিল৷ মৌলিক অধিকার ও নীতিগত কর্তব্য পালন করেনি৷ এলাকাবাসীর চাহিদা ২০ শতাংশ পূরণ করতে পারে নি৷ যোগ্য ব্যক্তির সুযোগ সুবিধা থেকে বঞ্জিত রাখা হয়েছিল৷ এই সমস্যার সমাধান ঘটিয়ে বিধানসভা কেন্দ্রকে নতুন করে সাজিয়ে তুলেছেন বলে জানান বিধায়ক রাম প্রসাদ পাল৷ একই দিনে ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুদীপ দাস গুর্খা বস্তী এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান৷ বাম কংগ্রেসের প্রার্থী হয়ে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি৷ অপশাসন থেকে মানুষকে মুক্ত করতে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে৷ আগামী দিনে ১০৩২৩ এর জন্য বাম কংগ্রেস সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি৷
১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জণ সরকার এদিন ক্যাম্পের বাজার লোকপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারেন৷ তিনি প্রচারের ফাঁকে দাবী করেন মিথ্যা প্রচার করে আর কোন সুযোগ নিতে পারবে না শাসক দল বিজেপি৷ বাম কংগ্রেস একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে চলেছে৷ নির্বাচনী ময়দানে দুই দলের নেতা কর্মীরা রয়েছেন৷ জয় আসবেই বলে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থী পার্থ রঞ্জণ সরকার৷ ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অনন্ত ব্যানার্জি গান্ধীঘাট এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন৷ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সারেন তিনি৷
২৯ কৃষ্ণপুরের বাম প্রার্থী ষষ্ঠী দেববর্মা’’র বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার অব্যাহত রয়েছে৷ প্রচার চলছে জোর কদমে৷ রবিবারও বিভিন্ন এলাকায় প্রচার চালান৷ প্রচারের ফাঁকে বাম প্রার্থী ষষ্ঠী দেববর্মা জানান কৃষ্ণপুর এলাকা হল বাম ফ্রন্টের ঘাটি৷ এখানে বামপন্থী কর্মীরাই  বেশি৷ কাজেই নিজের জয় ১০০ শতাংস বলে দাবি করেন তিনি৷  এই এলাকা  এখনো পানীয়জল , রাস্তাঘাট ইত্যাদি মৌলিক দিক দিয়ে এখনো   পিছিয়ে রয়েছে৷ জনগন তাকে বিধানসভা নির্বাচনে জয়ী করলে এলাকার সার্বিক বিকাশে তিনি প্রানপন চেষ্টা,করবেন৷ এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে কাজ করবেন  বলেও তিনি জানান৷
মলাসাগর বিধানসভার বিজেপি প্রার্থী অন্তরা সরকার দেব কমলাসাগর দেবীপুর ও ভাটিয়ার তিনটে পঞ্চায়েতে বাড়ি বাড়ি প্রচার করেন এবং পদ্মফুল চিহ্ণে ভোট প্রদান করার জন্য  আবেদন জানান৷ তিনি জানান প্রধানমন্ত্রীর আশীর্বাদে  কমলাসাগর  কেন্দ্র বিজেপি  প্রার্থী হয়েছেন৷ সকল কার্যকর্তাকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা কথাবার্তা ও আলোচনা করছেন৷ প্রার্থী অন্তরা সরকার দেব জানান বাড়ি বাড়ি প্রচারে মানুষ থেকে ভালো সাড়া পাচ্ছেন৷   তিনি আশাবাদী কমলাসাগর  কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবেন৷
৬০ কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি সমর্থিত আইপিএফটি প্রার্থী প্রেম কুমার রিয়াং-এর সমর্থনে শনিবার দশদা বাজারে মিছিল ও সভা করা হয়৷ বি.বি.সি বাজার থেকে শুরু হয় এইদিনের মিছিলটি৷ মিছিলটি দশদা বাজার পরিক্রমা করে কম্বল টিলা বাজারে গিয়ে শেষ হয়৷ সেখানে অনুষ্ঠিত হয় সভা৷ উপস্থিত ছিলেন বিজেপির কাঞ্চনপুর মন্ডলের সদস্য এ.ডি.সি শৈলেন্দ্র নাথ, ৬০ কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের আইপিএফটি প্রার্থী প্রেম কুমার রিয়াং, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য সনজিৎ রিয়াং, কাঞ্চনপুর  মন্ডলের সদস্য স্বপন দাস সহ অন্যান্যরা৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে আইপিএফটি প্রার্থী প্রেম কুমার রিয়াং জানান ২০১৮ সালে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠা হয়৷ এই সরকারের ৫ বছরের মধ্যে দুই বছর করোনার প্রকোপের কারনে চলে যায়৷ তারপরও তিন বছরে এই সরকার অনেক উন্নয়ন মূলক কাজ করেছে৷