সদর অনূর্ধ্ব ১৫ : অর্কজিতের শতক চাম্পামুড়ার জয় রুখলো অনুরাগী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। ম্যাচ ড্র। চাম্পামুড়া ও ক্রিকেট অনুরাগীর দু’দিনের ম্যাচটি ড্র তে নিষ্পত্তি হয়েছে। তবে প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবাদে চাম্পামুড়া কোচিং সেন্টার পয়েন্টের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল চাম্পামুড়া। স্বল্প রানে প্রথম ইনিংস শেষ করার কারণে দ্বিতীয় ইনিংসে তাদের কিছুটা ঝুঁকি নিতে হয়েছে। কার্যত সফল হয়েছে, ইনিংসে পরাজয় রুখতে পেরেছে। সপ্তদ্বীপ ও ফারুক ইসলাম জুটির অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে ইনিংস পরাজয় রুখতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে চাম্পামুড়া কোচিং সেন্টার জয়ের স্বপ্ন দেখলেও তা সাকার করতে পারেনি। ৮৩ রানে এগিয়ে থেকে ম্যাচের অন্তিম দিনে আজ, রবিবার ১০৫ রান যোগ করে চাম্পামুড়া ইনিংস ঘোষণা করে দেয়। দলের পক্ষে অধিনায়ক অর্কজিৎ সাহার অনবদ্য ১৬৭ রান বেশ উল্লেখযোগ্য। অতনু রায়ের ৪৭ রানও উল্লেখ করার মতো। ১৮৮ রানে পিছিয়ে থেকে ক্রিকেট অনুরাগী দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৬৬ ওভারে ক্রিকেট অনুরাগী যখন ২০৪ রান সংগ্রহ করে, তখনও ২২ গজে অন্তিম উইকেটের জুটি বর্তমান। অয়ন রায় সর্বাধিক ৬১ রান পায়। চাম্পামুড়ার বোলার রাহুল দেবনাথ ৫২ রানে পাঁচটি উইকেট পায়। সংক্ষিপ্ত স্কোর: ক্রিকেট অনুরাগী – প্রথম ইনিংসে ১০৪ রান, দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২০৪ রান। চাম্পামুড়া – প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৯২ রানে ডিক্লেয়ার ঘোষণা।