রাঙ্গালিবাজনা, ৫ ফেব্রুয়ারি (হি. স.) : আলিপুরদুয়ারের রাঙ্গালিবাজনা গ্রামপঞ্চায়েতের শিশুবাড়িতে ট্রাকের ধাক্কায় রাস্তায় উলটে গেল মিনিবাস। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ । ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বাসযাত্রী।
জানা গেছে, এদিন সকালে বাসটি জয়গাঁ থেকে কালিম্পং যাচ্ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শিশুবাড়ি চৌপথিতে একটি ট্রাক মিনিবাসটির পেছনে ধাক্কা মারলে হাইওয়ে থেকে উলটে যায় বাসটি। তবে উলটে যাওয়ার আগের মুহূর্তে বাসটির বামদিকের চাকাগুলি মাটিতে দেবে যাওয়ায় বাসটি হেলে গিয়ে রাস্তার ঢালে আটকে যায়। বাসযাত্রীদের কয়েকজনের অল্প আঘাত লাগলেও কেউ গুরুতর আঘাত পাননি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসযাত্রীরা। তাদের উদ্ধার করতে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় মাদারিহাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বিধি ভেঙে যানবাহন চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
2023-02-05

