টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা অস্ট্রেলীয় শিবিরে

মুম্বই, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু বর্ডার-গাভাসকর সিরিজ। তারজন্য প্রস্তুতি তুঙ্গে দুই শিবিরেই। তবে এরইমাঝে বড় ধাক্কা অস্ট্রেলিয়ান শিবিরে। ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হতে চলা প্রথম টেস্ট ম্যাচে সম্ভবত খেলছেন না অস্ট্রেলিয়ান বোলার জস হ্যাজেলউড। সেক্ষেত্রে দলে আসতে পারেন অনভিজ্ঞ স্কট বোল্যান্ড।

দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলাকালীন চোট পান হ্যাজলউড। সেই চোটকে প্রথমে কোনও গুরুত্বই দিতে চাননি তিনি। সেই চোটই এখন ভোগাচ্ছে এই অজি বোলারকে। বেঙ্গালুরুতে চলা অস্ট্রেলিয়ার প্রস্তুতি শিবিরে বল করতে গেলেই পায়ে টান লাগছে হ্যাজেলউডের। ব্যাট করতে গেলে অবশ্য সমস্যা হচ্ছে না। পুরোপুরি ফিট হতে আরও কিছুটা সময় প্রয়োজন।

চোটে বার বার জর্জরিত হওয়ায় স্বভাবতই হতাশ হ্যাজেলউড। তাই দলে ফিরে আসতে মরিয়া তিনি। হ্যাজেলউড বাদেও দল থেকে ছিটকে গিয়েছেন মিচেল স্টার্ক। দিল্লিতে দ্বিতীয় টেস্টে জস হ্যাজেলউডকে আদৌ দেখা যাবে কিনা সেটা নির্ভর করছে তাঁর সুস্থতার ওপর।