শান্তিরবাজার, ৫ ফেব্রুয়ারি (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং এর উদ্দ্যোগে বাইখোড়ার চড়কবাই বাজারে আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লাচরন নোয়াতিয়ার সমর্থনে এক মিছিল ও বাজারসভা অনুষ্ঠীত করাহয়। রবিবার এই মিছিলে আসন্ন বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রে আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লাচরন নোয়াতিয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করার শ্লোগানতুললতো বিজেপি ও আই পি এফ টি সমর্থীত কর্মীরা। আজকের এই মিছিল শেষে অনুষ্ঠীত হয় বাজারসভা। আজকের বাজারসভার মাধ্যমে বিগত ২৫ বছরে বাম সরকারের বিভিন্নকাজের তিব্র সমালোচনাকরলেন বক্তারা। অপরদিকে রাজ্যের উন্নয়নধারাকে বজায়রাখতে আসন্ন বিধানসভা নির্বাচনে আই পি এফ টি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানান।
বিজেপি ও আই পি এফ টি কতৃক আয়োজিত আজকের এই মিছিল ও বাজারসভায় উপস্থিত ছিলেন ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপির দক্ষিন জেলার সহ সভাপতি চাথই মগ, আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লাচরন নোয়াতিয়া সহ বিজেপি ও আই পি এফ টির নেতৃত্ব বৃন্দরা। আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে মন্ডল সভাপতি অজয় রিয়াং জানান আসন্ন বিধানসভা নির্বাচনে সি পি আই এম কে এক ইঞ্চি জায়গা ছেরে দেওয়া হবে না। তিনি আশাবাদী আসন্ন বিধানসভা নির্বাচনে আই পি এফ টি মনোনিত প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবে। বিজেপি ও আই পি এফ টি কতৃক আয়োজিত আজকের এই মিছিল ও বাজারসভায় বিজেপি ও আই পি এফ টি কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়।

