মুম্বই, ৪ ফেব্রুয়ারি (হি.স.): নবি মুম্বইয়ে আগুন লাগল ডাম্পিং গ্রাউন্ডে। শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ নবি মুম্বইয়ের টারভে এলাকায় ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগে। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা। আগুনে নেভাতে পৌঁছয় দমকলের মোট ৭টি ইঞ্জিন। প্রায় সারারাত ধরে চলতে থাকে আগুন নেভানোর কাজ। পরে দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
পুলিশ ও দমকল জানিয়েছে, এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। টারভে থানার পুলিশ কর্তা অনিল চাভান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগে। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।