নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ ফেব্রুয়ারী৷৷ তেলিয়ামুড়ার জগন্নাথ বাড়ি পঞ্চায়েতের ইচার বিল এলাকায় বিরোধীদল ছেড়ে ২৭ পরিবারের ৮৬ জন ভোটার শাসক দল বিজেপির পতাকা তলে শামিল হয়েছেন৷ নির্বাচন এগিয়ে আসতেই দলত্যাগ ও যোগদান চলছে প্রতিদিনই৷ বিশেষ করে শাসক দলে যোগদান করতেই বেশী দেখা যাচ্ছে৷ নির্বাচনি সভা গুলোতে বিরোধী দল ত্যাগ করে শাসক দল বিজেপিতে যোগদান করার হিড়িক পড়েছে৷ বৃহস্পতিবার সন্ধায় ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যানী রায়ের সমর্থনে এক উঠান সভা অনুষ্ঠিত হয় জগন্নাথবাড়ি পঞ্চায়েতের অধীন ইচারবিল এলাকায়৷ উক্ত উঠান সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যানী রায়, এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়, পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা৷ এদিনের এই সভায় বিভিন্ন দল ত্যাগ করে ২৭ পরিবারের ৮৬ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন৷ যোগদানকারীদের হাতে দলিয় পতাকা তুলে দিয়ে বরন করে নেয় বিধায়িকা সহ উপস্থিত নেতৃত্বরা৷
2023-02-03