নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ বাইকে করে গাঁজা নিয়ে রাজ্যে প্রবেশের সময় ঝেরঝেরিস্থিত নাকা পয়েন্টে ব্রাউন সুগার সহ পুলিশ ও নিরাপত্তা কর্মীদের হাতে আটক হয় নেশা কারবারি৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য পুলিশ, নির্বাচন কমিশন অত্যন্ত আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে৷ এরপরেও তাদের চোখে ধুলো দিয়ে নেশা কারবারিরা নিজেদের ব্যবসা অব্যাহত রাখতে মরিয়া৷ বুধবার দুপুর দুইটা নাগাদ অসম থেকে একটি পালসার বাইকে করে ইউসুফ আলী নামে এক যুবক ব্রাউন সুগার নিয়ে ত্রিপুরায় প্রবেশ করতে চাইলে ঝেরঝেরিস্থিত ত্রিপুরা পুলিশের নাকা পয়েন্টে ধরা পড়ে৷ সেই নাকা পয়েন্টে পুলিশি তল্লাশী ব্যবস্থা জারি রয়েছে৷এর মধ্যে নির্বাচনকে ঘিরে সিআরপিএফ বাহিনী সহ অতিরিক্ত তল্লাসি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে৷ এদিকে আগে থেকেই গোপন সূত্রে ত্রিপুরা পুলিশ ওৎ পেতে বসে থাকে সেখানে৷ যথারীতি দুইটা নাগাদ যুবকটি ত্রিপুরা সীমান্তে আসলেই পুলিশ তাকে আটক করে তল্লাশি করতেই চারটি সাবানের প্যাকেটে মোট ৪৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে৷এই সময় সিআরপিএফের সি কোম্পানির ডি/৩৭ ব্যাটেলিয়নের জোয়ানরা কর্মরত ছিলো৷ ধৃত যুবকের বাড়ি ধর্মনগরের ঢপিরবন গ্রামে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ জারি রেখেজষছে৷ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়েছে৷ আগামীকাল তাকে আদালতে প্রেরণ করবে পুলিশ৷
2023-02-01