গুয়াহাটি (অসম), ১ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে তাঁর ৫৪-তম জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ অসংখ্যজন।
প্রধানমন্ত্রী মোদী তাঁর টুইটার হ্যান্ডলে লিখেছেন, ‘অসমের কঠোর পরিশ্রমী মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বহু জনহিকর উদ্যোগের মাধ্যমে রাজ্যকে প্রাণবন্ত করেছেন। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।’
তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে স্পিকার ওম বিড়লা লিখেছেন, ‘অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাজিকে তাঁর জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানাই। আপনার দক্ষ নেতৃত্ব ও প্রশাসনের ফলে রাষ্ট্র এবং এর জনগণ উপকৃত হোক। আপনার দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবনের জন্য প্রার্থনা করছি।’
উপরন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাইক্রো-ব্লগিং সাইটে লিখেছেন, ‘অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। প্রার্থনা করছে, ঈশ্বর তাঁকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার প্রশংসা করে বলেছেন, ‘অসমের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাঁর অটল প্রচেষ্টার মাধ্যমে অসমে সফলভাবে শান্তি ও অগ্রগতি আনতে সক্ষম হয়েছেন।’
এছাড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক নেতৃবৃন্দও মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মাকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সফল রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন আরও প্রাণবন্ত হয়ে ওঠার পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নিজের নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁদের মধ্যে অন্যতম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা, উত্তরপ্রদেশ-মহারাষ্ট্র-ত্রিপুরা-অরুণাচল প্রদেশ-মণিপুর-নাগাল্যান্ড-মিজোরাম প্রভৃতি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অসমের মন্ত্রী-বিধায়ক ও দলের প্রদেশ স্তরের অসংখ্যজন।
এদিকে গতকাল মধ্যরাতে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার বাড়িতে গিয়ে তাঁর অনুরাগীরা ভিড় করে বিশাল বড় কেক কেটে তাঁদের প্রিয় রাজনৈতিক নেতাকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। মুখ্যমন্ত্ৰী হিসেবে হিমন্তবিশ্ব শৰ্মার আজ দ্বিতীয় জন্মদিন। ২০২১ সালের ১০ মে রাজ্যের মুখ্যমন্ত্ৰী পদে শপতগ্ৰহণ করেছিলেন হিমন্তবিশ্ব শৰ্মা। গত ২০ মাসে মুখ্যমন্ত্ৰী হিসেবে হিমন্তবিশ্ব শৰ্মা রাজ্যকে এক নতুন গতিতে এগিয়ে নিয়ে যেতে বহু গুরুত্বপূৰ্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন।
অন্যদিকে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মাকে তাঁর জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অসমের নবনিযুক্ত ডিজিপি জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং। টুইটার হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আমি পরম সৌভাগ্যবান যে আপনার বলিষ্ঠ নেতৃত্বে অসম পুলিশ আজ এক নাগরিককেন্দ্ৰিক পরিষাবায় রূপান্তরিত হয়েছে। আপনার মাৰ্গদৰ্শন এবং তদারকীতে সমাজের হিতে রূপান্তরিত এই যাত্ৰা অব্যাহত থাকুক।’