নয়াদিল্লি, ১ ফেব্ৰুয়রাই (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, অমৃত কালের প্রথম বাজেট উন্নত ভারত গড়তে শক্তিশালী ভীত তৈরি করবে। এই বাজেট দরিদ্র, মধ্যবিত্ত, কৃষক-সহ উচ্চাকাঙ্ক্ষী সমাজের স্বপ্ন পূরণ করবে।
প্রধানমন্ত্রী বলেছেন, এই বাজেট টেকসই উন্নয়ন, সবুজ প্রবৃদ্ধি, সবুজ অর্থনীতি, সবুজ পরিকাঠামো এবং সবুজ চাকরির নতুন পরিচয় দেবে। প্রধানমন্ত্রীর কথায়, ডিজিটাল পেমেন্টের সাফল্য নিতে হবে আমাদের। এই রূপকল্প নিয়ে এবারের বাজেটে আমরা ডিজিটাল কৃষি অবকাঠামো নিয়ে এসেছি। প্রধানমন্ত্রী বলেছেন, শহর থেকে গ্রামীণ, আমরা আমাদের নারীশক্তির জীবনকে উন্নত করার জন্য কাজ করছি। মহিলা স্ব-সহায়তা গোষ্ঠী আমাদের মহিলাদের নতুন শক্তি দিচ্ছে।