নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৪.০ চালু করবে সরকার। বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৪.০ চালু করবে সরকার।
নির্মলা বলেছেন, আন্তর্জাতিক সুযোগের জন্য তরুণদের দক্ষ করার লক্ষ্যে বিভিন্ন রাজ্যে ৩০টি স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার স্থাপন করা হবে। তিনি জানান, আঞ্চলিক বিমান যোগাযোগ উন্নত করতে ৫০টি অতিরিক্ত বিমানবন্দর, হেলিপ্যাড, ওয়াটার এরো ড্রোন, উন্নত ল্যান্ডিং গ্রাউন্ড পুনরুজ্জীবিত করা হবে। নির্মলা বলেছেন, স্টার্টআপস এবং একাডেমিয়া দ্বারা উদ্ভাবন এবং গবেষণা চালু করার জন্য, একটি জাতীয় ডেটা গভর্নেন্স নীতি আনা হবে।