নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ হঠাৎ তান্ডব লীলা৷ ভাঙ্গচুর চালানো হয় বাড়ি ঘর৷ লাঠিচার্জ করে আহত করে তোলে বহু নীরিহ গ্রামবাসীদের৷ লাঠিচার্জ থেকে রক্ষা পায়নি বৃদ্ধা মহিলা থেকে শুরু করে পুরুষ ও কচিকাঁচা শিশুরা৷ এই তান্ডব লীলা ঘটনায় যুক্ত অভিযুক্তরা নাকি ভারত বাংলা সীমান্ত এলাকা আমজাদ নগরে কর্তব্যরত দুইশ নং সীমান্ত রক্ষী বাহিনী এমনই অভিযোগ গ্রামবাসীদের৷ মঙ্গলবার রাতে বিলোনিয়া সীমান্তবর্তী আমজাদ নগর বিএসএফ ক্যাম্পের এলাকার নীরিহ গ্রামবাসীদের উপর তান্ডব লীলার অভিযোগ উঠে সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে৷ ঘটনায় উত্তেজনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে৷ ভোটের মুখে এ ধরনের উত্তেজনা মুলক সৃষ্টি ঘটনায় সীমান্ত রক্ষী বাহিনীর দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ণ চিহ্ণ দেখা দিয়েছে৷ এই ঘটনায় এখনো পর্যন্ত চারজন মহিলা পুরুষ বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ এলাকায় উত্তেজনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে৷ বাড়ি ঘরে ঢুকেও ব্যাপক হামলা চালায় বিএসএফ৷ ভাঙচুর করে ঘরের জিনিসপত্র অভিযোগ স্থানীয়দের৷ ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে আমজাদ নগর বিএসএফ ক্যাম্প সংলগ্ণ ৫ নম্বর গেটের কাছে দিয়ে কাপড় সহ কিছু জিনিসপত্র বাংলাদেশে পাচার হচ্ছিল৷ এমন সময় বিএসএফ তাড়া করলে তার কাটা সংলগ্ণ সেলিম মিয়ার বাড়িতে পাচারকারীরা পাচার সামগ্রী ফেলে পালিয়ে যায়৷ তারপর বিএসএফ ক্যাম্প এবং তারকাটা সংলগ্ণ বাড়িগুলিতে ব্যাপক হামলা চালায়৷ পরবর্তী সময়ে ছেলে মেয়েকে উঠিয়ে ক্যাম্পে নিয়ে যায়৷ পরে প্রধান সহ পরিবারের লোকজন বিএসএফের কাছে সাদা কাগজে মুচলেকা দিয়ে সেলিম মিয়াকে ছাড়িয়ে নিয়ে এসে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন৷ সেলিম মিয়ার অভিযোগ বিএসএফ তাকে বেধড়ক মারধর করেছে৷ বাদ যায়নি ষাট ঊর্ধ মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণ দিতে গিয়ে বিএসএফ এর তাণ্ডবের বিবরণ দিতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন৷ এক সুকলছাত্রী জানায় তাকে পর্যন্ত ঘুম থেকে টেনে হিচড়ে উঠিয়ে ফেলা হয় এবং মারধর করে৷ বিএসএফ ২০০ নম্বর ব্যাটেলিয়ানের জোয়ানদের প্রতি এই ধরনের অভিযোগ এলাকাবাসীর এবং আক্রান্তদের৷ ঘটনা জানিয়ে বিলোনিয়া থানায় মামলা করা হয়েছে৷ তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে উপযুক্ত বিচার চাইছে৷ তবে এই এলাকা দিয়ে প্রতিনিয়ত পাচার বাণিজ্য হয় বলে জানায় এলাকাবাসী৷ যারা পাচারকারী তাদের সাথে বিএসএফের গোপন আঁতাত রয়েছে বলেও জানায়৷ মোটা অংকের বিনিময়ে প্রতিনিয়ত আমজাদ নগরের বিভিন্ন এলাকা দিয়ে চোরা চালান হচ্ছে৷ এই জায়গা দিয়ে পাচার করে ওই এলাকারে বাসিন্দা সুমন মিয়া বাবা নুন্তু মিয়া৷ গতকালের ও মালগুলি ছিল ওই সুমন মিয়ারই৷ সব জানার পরও মোটা উৎকোচের বিনিময়ে সুমন মিয়াকে না ধরে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে হামলা চালায় বিএসএফ৷ আমজাদ নগরে এই ধরনের ঘটনা নতুন নয়৷ এর আগেও অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে৷ কিন্তু কোন কিছুরই বিচার পায়নি স্থানীয়রা৷ এখন দেখার আগামী দিনে এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে পুলিশ৷
2023-02-01