আনন্দনগরে বিজেপি প্রার্থী রামপ্রসাদ পালের জোরদার ভোট প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল বুধবার বিধানসভা কেন্দ্রের ২৬ নং বুথ  আনন্দনগর এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেছেন৷  সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রামপ্রসাদ পাল বুধবার ২৬ নং বুথ আনন্দনগর এলাকায় ভোট প্রচারে গিয়ে গণদেবতাদের কাছে আশীর্বাদ প্রার্থী হন৷ এলাকার জনগণ দুহাত ভরে তাকে আশীর্বাদ ধন্য করেছেন বলে জানিয়েছেন৷ ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামপ্রসাদ পাল বলেন বিগত বিধানসভা নির্বাচনে এলাকায় ভোট প্রচার করতে গিয়ে তিনি এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকায় সমাজদ্রোহী গুন্ডা মাফিয়াদের উচ্ছেদ করে নিরাপদ সুরক্ষিত জীবন যাপনের পরিবেশ তৈরি করে দেবেন৷ সেই প্রতিশ্রুতি পালনে তিনি সমর্থ্য হয়েছেন এবং এলাকার জনগণ এখন সুখে শান্তিতে বসবাস করছেন৷ আগামী দিনেও যাতে এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন থাকে এবং জনগণ সুশৃঙ্খল পরিবেশে বসবাস করতে পারেন সেই অঙ্গীকার করেন বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল৷ তিনি বলেন এলাকায় যাতে কোন ধরনের চাঁদাবাজি তোলাবাজি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে৷ রামপ্রসাদ বাবু দাবি করেন এলাকার রাস্তাঘাট প্রতিটি বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা দিব্যাঙ্গদের ভাতা ২০০০ টাকা করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করেছে বিজেপির নেতৃত্বাধীন সরকার৷ তাতে জনগণ দারুন খুশি৷ এবারের নির্বাচনেও গণদেবতারা বিপুল ভোটের ব্যবধানে তাকে জয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *