নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা তথা বনমালী পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তনু সাহা৷ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ মমতা ব্যানার্জির নেতৃত্বে ত্রিপুরায় সরকার পরিবর্তনের ডাকে বিপুল সারা মিলছে বলেও দলীয় নেতারা দাবি করেছেন৷ বুধবার বনমালীপুর কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তনু সাহা বলেন এলাকায় দীর্ঘদিনের শান্তি সম্প্রীতির ঐতিহ্য রয়েছে৷ এই ঐতিহ্য বজায় রাখতে এবং রাজ্যে উন্নয়নের ধারা ত্বরান্বিত করার লক্ষ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন প্রার্থী শান্তনু সাহা৷ প্রচারে তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মী সমর্থকরা৷ ভোটারদের বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে তিনি দারুন সারা পাচ্ছেন বলে জানিয়েছেন৷
2023-02-01